
রাঙামাটি: জেলার কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে সনাতন চাকমা দুখু (৪০)নামে এক জুম চাষীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সনাতন কাপ্তাই ইউনিয়নের ব্যাংছড়ি এলাকার আমতলী পাড়ার তুতুচিং চাকমার ছেলে।
কাপ্তাই থানার এস আই মো. আবু বক্কর জানান, সোমবার রাতে সনাতন পার্বত্য চট্টগ্রামের দক্ষিণ বন বিভাগের কামিলাছড়ি বিট এলাকায় পাহাড়ি পথ ধরে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় রাস্তায় বন্য হাতিও বিচরণ করছিল।
অন্ধকারে সনাতন চাকমার সঙ্গে হাতির ধাক্কা লাগে। এতে বন্য হাতি ক্ষিপ্ত হয়ে সনাতনের বুকে, মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে পা দিয়ে আঘাত করে এবং তার জামা কাপড় সুঁড় দিয়ে ছিঁড়ে ফেলে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি জানান, তবে মঙ্গলবার সকালে যখন সনাতনের লাশ উদ্ধার করা হয় তখন তার শরীরে কোনো কাপড় ছিলনা। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
জানা গেছে, কাপ্তাইয়ে ইদানিং বন্য হাতির বিচরণ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। কাপ্তাই নৌ বাহিনী সড়ক, জীবতলী, নাবিক কলোনী, কাপ্তাই রাঙ্গামাটি নতুন সড়ক, ব্যাংছড়ি, কাপ্তাই প্রজেক্ট ইত্যাদি এলাকায় বন্য হাতি দিনরাত বিচরণ করছে। হাতির ভয়ে সন্ধ্যার পর নৌ বাহিনী সড়কে যানবাহন ও মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/আইকে/এসআই