
নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলার হাতিয়ায় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
হাতিয়ার মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ খোন্দকার মো. আজাদুল ইসলাম জানান, সোমবার বিকেলে দুর্গম চরাঞ্চলের কেরিং চরের হাসিনা বাজারের পূর্বপাশে মেঘনা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো পাওয়া যায়।
তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে একটি থ্রি-নট-থ্রি রাইফেল, আটটি একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক, দুটি এলজি, চারটি বগি দা, দুটি ছোরা, ৬০টি পাইপগানের কার্তুজ ও ৮০টি রাইফেলের গুলি রয়েছে।
আজাদুল ইসলাম আরো জানান, মেঘনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা কেরিং চরের হাসিনা বাজারের নিকট লোকজন মাটির নিচে বস্তার মধ্যে অস্ত্র দেখে পুলিশ ক্যাম্পে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুড়ে বস্তাটি তুলে অস্ত্রগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, কোনো সন্ত্রাসী বাহিনী অস্ত্রগুলো মাটির নিচে লুকিয়ে রাখতে পারে। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/জাই