
ঢাকা: আগামী দুই সপ্তাহের মধ্যে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে ও আশপাশে গড়ে ওঠা অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বুধবার নগরভবনে ২৬টি সেবা সংস্থার প্রতিনিধির সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, ‘ফ্লাইওভারের নিচে যত্রতত্র ট্রাক পার্ক করে রাখায় ওই এলাকা দিয়ে যানবাহন চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এই অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদের কোনো বিকল্প নেই।’
বৈঠকে মেয়র সরকারি-বেসরকারি প্রতিটি ভবনের ছাদে, বারান্দায় ও উন্মুক্ত স্থানে বাগান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।
তিনি বলেন, ‘এটা করলে কারো ক্ষতি হবে না। ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স রেয়াত পাওয়া যাবে।’
এসময় ডিএমপির প্রতিনিধি পুলিশ কর্মকর্তা শেখ মারুফ হাসান বৈঠকে বলেন, ‘আমরা আন্তরিক আছি। আপনি চাইলে উচ্ছেদ করে দেব।’ তবে ওই এলাকা দখলমুক্ত রাখতে হলে অন্যান্য সেবা সংস্থাগুলোরও সহযোগিতা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।
বৈঠকে পুরান ঢাকার কেমিক্যাল কারখানাগুলো অপসারণের জন্য ফায়ার সার্ভিস, ডিএনসিসি, ডিএমপির সমন্বয়ে একটি কমিটি করা হয়। এছাড়া খাল উদ্ধারে দুই সপ্তাহের মধ্যে কার্যক্রম শুরুর নির্দেশ দেন মেয়র।
বৈঠকে ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহম্মদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ছাড়াও ফায়ার সার্ভিস, বিটিসিএল, ডিপিডিসি, পূর্ত বিভাগ, তিতাস গ্যাসসহ বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই