
অরল্যান্ডো: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে হামলাকারী ওমর মতিন পুলিশের অভিযানে নিহত হয়েছেন। সমকামী ক্লাবটিতে হামলায় ৫০ নিহত ও ৫৩ জন আহত হয়েছেন।
এফবিআই কর্মকর্তারা বলছেন, ২৯ বছর বয়সী মতিনের উগ্রপন্থি ইসলামের দিকে ঝোঁক ছিল। হামলার আগে সে ৯১১ নম্বরে ফোন করে ইসলামিক স্টেট বা আইএস’র সাথে সহায়তা করার প্রতিজ্ঞা করেছিলো।
এদিকে স্পষ্টভাবে দায় স্বীকার না করলেও আইএস হামলার পর বলেছে, একজন আইএস যোদ্ধা হামলাটি করেছে। তবে হামলাকারী মতিন সরাসরি আইএস’র যোদ্ধা নাকি তাকে উৎসাহিত করে আইএস ক্রেডিট নিচ্ছে তা স্পষ্ট নয়।
হামলাটি যুক্তরাষ্ট্রের ভেতরের সন্ত্রাসীদের কাণ্ড নাকি আন্তর্জাতিক সন্ত্রাসীদের এতে যোগসূত্র রয়েছে তা এখনো স্পষ্ট নয়। মার্কিন পুলিশ একে সাম্প্রতিক সময়ের সবচেয়ে মারাত্মক ও জঘন্য হামলা বলে অভিহিত করেছেন। এখনো হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নাইটক্লাবে হামলাকে ‘সন্ত্রাসবাদ ও চরম ঘৃণাকর কর্মকাণ্ড’ বলে অভিহিত করেছেন। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউসে নিহতদের স্মরণে প্রার্থনা ও গান চলছে।
এদিকে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সুযোগ হিসেবে নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
হামলাকারী আফগান বংশোদ্ভূত ও আইএসকে সহায়তা করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল- নিশ্চিত হওয়ার পর ট্রাম্প টুইটারে বলেন, ‘উগ্র ইসলামী সন্ত্রাসবাদকে অভিনন্দন। আমি অভিনন্দন চাইনা। আমি চাই কঠোরতা ও সতর্ক পাহারা। আমাদেরকে অবশ্যই স্মার্ট হতে হবে।’
ট্রাম্পের টুইটকে স্বৈরাচারী বলে অনেকে সমালোচনা করলেও তার অনেক সমর্থক প্রশংসাও করেছেন। সূত্র: বিবিসি, এনডিটিভি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই