
ডেস্ক: বিশ্বের খ্যাতনামা হার্ট সার্জনদের মধ্যে অন্যতম ল্যাব এইড হাসপাতালের চীফ কার্ডিয়াক সার্জন ড. লুৎফর রহমান। ইতোমধ্যে ১০ হাজারেরও বেশি সফল কার্ডিয়াক সার্জারির মাধ্যমে রোগীদের সুস্থ করে তুলেছেন এই চিকিৎসক।
ফলে প্রতিদিনই মন্তব্যের বন্যা বয়ে যায় ডা. লুৎফর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
সেখানে সামসুদ্দিন কামাল নামে এক প্রাক্তন রোগী লিখেছেন, ‘আপনার হাতে আমার অপারেশন হয়েছিল খুব মুমূর্ষ সময়ে। কারণ আমাকে রিং পরানো হয় ল্যাব এইডেই এবং সেই রিং ব্লক হয়ে যায় তখন জরুরী ভিত্তিতে আপনি সার্জারি করেন সেই ২০০৫ সালে।
আমারা এখনো আপনাকে স্বশ্রদ্ধভাবে স্মরণ করি, বিশেষ করে আমার স্ত্রী, সে এখনো বলে অপারেশনের পর আপনি তাকে আবার গায়ে হলুদ দিতে বলেছিলেন হাসতে হাসতে। আপনার প্রতি রইল অনেক ভালবাসা।’
খালেদা বেগম নামে একজন লিখেছেন, ‘আপনার কাছে আমি ব্যাক্তিগতভাবে ভীষণ কৃতজ্ঞ। পাঁচ বছর আগে আমার মায়ের সফল ‘ওপেন হার্ট’ সার্জারি করেন আপনি। ওনার বয়স তখন ছিল ৭৪ বছর। আল্লাহ্র রহমতে আমার মা এখনও বেঁচে আছেন এবং ভাল আছেন আলহামদুলিল্লাহ্। আপনার দীর্ঘ এবং সুস্থ জীবন কামনা করছি।’
বজলুর রহমান লিখেছেন, ‘স্যার এদেশে আপনি থাকতে রোগী দেশের বাইরে যাবে কেন? আমার এক নিকট আত্মীয়কে হার্ট ফাউন্ডেশন থেকে ফেরত দিয়েছিল, আপনি অপারেশন করেছেন, সে এখন ভালো, স্যার আপনার জন্য দোয়া করি অনেক দিন বেঁচে থাকেন। অনেকে স্বাভাবিক জীবন ফিরে পাবে।’
এবার ভিডিও থেকে ডা. লুৎফর রহমানে মুখে জেনে নেয়া যাক বাংলাদেশের হার্ট সার্জারির বর্তমান অবস্থা।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/এসআই