
হাল্ট্রিপ একটি অনলাইন ট্র্যাভেল এজেন্সি-যা দক্ষিণ চীন এয়ারলাইন্সের শীর্ষ এজেন্ট হিসাবে মনোনীত হয়েছে। এছাড়াও, বিশ্বের বিভিন্ন শহরে বিমান সংস্থার টিকিট বিক্রির জন্য শীর্ষ এজেন্টের পদে সম্মানিত হয়েছেন হাল্ট্রিপ।
শনিবার রাজধানী ঢাকার একটি হোটেলে দক্ষিন চীন এয়ারলাইন্সের বাংলাদেশের মহাব্যবস্থাপক কাই জিয়ান শীর্ষস্থানীয় এজেন্ট হিসেবে মনোনীত হাল্ট্রিপ-এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসানের হাতে ক্রেস্ট তুলে দেন।
দক্ষিন চীন এয়ারলাইন্সের বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং বাংলাদেশ বিমান চলাচলের শিল্প নেতারা এই পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় হাল্ট্রিপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তাজবীর হাসান বলেন, “শুরু করার এক বছরের মধ্যেই আমরা এয়ারলাইন্সের মাধ্যমে শীর্ষস্থানীয় এজেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছি। আমি আশা করি এই সাফল্য নতুন বছর ২০২০ অবধি দেশীয় ও আন্তর্জাতিক রুটে জাতায়াতের জন্য আরো আকর্ষণীয় এয়ার টিকিটের অফার দিয়ে থাকবে। ”
তিনি আরো বলেন,“আমরা ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে সেরা হওয়ার চেষ্টা করছি। আমরা আমাদের সর্বশেষ এনডিসি প্রযুক্তি ভ্রমণ সেবার প্রয়োগ করে ডিজিটাল সেবার মানের উন্নতি করে থাকি। আমাদের ভ্রমণের অংশীদারদের মধ্যে বেশিরভাগ গ্রাহক আমাদের হালট্রিপের ওয়েবসাইট ব্যবহার করে খুব সহজ উপায়ে টিকিট সুবিধা পাচ্ছেন।এছাড়াও, আমরা গ্রাহকদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছি ।”
প্রসঙ্গত, হাল্ট্রিপ জুলাই ২০১৭ সালে যাত্রা শুরু করে। বর্তমানে, এটি পাঁচ হাজারেরও বেশি অংশীদারদের সহায়তায় টিকিট বুকিংয়ের সুবিধা সরবরাহ করছে। যে কোনো আগ্রহী উদ্যোক্তা ট্রেড লাইসেন্স এবং প্রয়োজনীয় কাগজপত্রের সহায়তায় অনলাইন ট্র্যাভেল এজেন্সিতে নিবন্ধন করতে পারবেন। যাচাই-বাছাইয়ের পরে, তারা যাত্রীদের বিমানের টিকিট বুকিংয়ের সুবিধা দিতে সক্ষম হবে।