
ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম এবং কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানকে ৮ দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন কাউন্টার টেরিজমের পরিদর্শক হুমায়ুন কবীর। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমীন ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে আসামিদের আইনজীবীর জামিনের আবেদন নামঞ্জুর করেন আদালত।
এর আগে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে তাদের আটক করা হয়। তিনি জানান, তাদের ৫৪ ধারায় গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখিয়ে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়েছে। প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার পর জিম্মিদশা থেকে মুক্তি পায় হাসনাত করিম। এরপর থেকে এ ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়ে নানা অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষককে আইনশৃংখলা বাহিনীর নজরদারিতে রাখা হয়।
পুলিশ এর আগে জানিয়েছিল হাসনাত করিম তাদের পর্যক্ষেণে রয়েছেন। যে কোনো সময় প্রয়োজনে তাকে গ্রেফতার করা হবে। সর্বশেষ গত রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে হাসনাত করিম ও তাহমিদকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হলো।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দুই পুলিশ কর্মকর্তা ও বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় অভিযানে পাঁচ জঙ্গি নিহত হয়।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/এসআই/জাই