
ওয়াশিংটন: বক্সিং কিংবদন্তি মোহাম্মদ আলি শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার আলির পরিবারের মুখপাত্র বব গানেল এক বিবৃতিতে খবরটি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, ডাক্তাররা আশা করছেন খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করবেন।
বার্তা সংস্থা এপি নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানায়, এবারের আলির অবস্থা অন্যান্যবারের চেয়ে বেশি খারাপ।
পার্কিনসন্স রোগে আক্রান্ত ৭৪ বছরের আলি এর আগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২০১৫ সালের জানুয়ারিতে মূত্রনালির সংক্রমণে এবং ২০১৪ সালের ডিসেম্বরে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতাল যান তিনি। বক্সিং এ তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন মোহাম্মদ আলি সাম্প্রতিক মাসগুলোতে প্রচারের আলোর বাইরে রয়েছেন। কেবল বক্সিং নৈপুণ্যেই নয় বরং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের জন্যই বিশ্বজুড়ে তিনি সুপরিচিত।
সূত্র: সিএনএন
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/টিএস