
ইসলামাবাদ: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার সিভিল হাসপাতালে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জনের নিহতের ঘটনায় পাকিস্তান জুড়ে চলছে শোকের মাতম। সেইসঙ্গে সহকর্মীদের হত্যার প্রতিবাদে মঙ্গলবার আদালত বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করছেন দেশটির আইনজীবীরা।
পাকিস্তান তালেবানের উপদল জামাতুল আহরার এবং চরমপন্থী আইএস হাসপাতালে এই হামলার দায় স্বীকার করে।
পাক সরকার মঙ্গলবার দেশজুড়ে জাতীয় শোক দিবস ঘোষণা করে। সোমবার’র হামলায় ৪০ জন আইনজীবী নিহত হন। সেদিন নিহত বেলুচিস্তানের বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের মরদেহ দেখার জন্য বিপুল সংখ্যক আইনজীবী হাসপাতালে সমবেত হয়েছিলেন। তাদের লক্ষ্য করে হাসপাতালের জরুরি বিভাগের গেটে বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী।
পাকিস্তান বার কাউন্সিল এক বিবৃতিতে জানায়, কোয়েটায় সোমবার আইনজীবীদের হত্যার প্রতিবাদে দেশজুড়ে আদালতের সব কার্যক্রম বর্জন করবেন আইনজীবীরা।
পাক আইনজীবীরা ইসলামাবাদ, করাচি, কোয়াটাসহ দেশটির বড় বড় শহরে কালো বাহুবন্ধনী পরিধান করে বিক্ষোভ সমাবেশ করেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে স্লোগান দেন। কোয়েটায় সব ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড বন্ধ করা হয়েছে।
এই হামলায় দু’জন ফটো সাংবাদিকও নিহত হন। ফটো সাংবাদিকদের সংগঠন হামলার তীব্র নিন্দা জনানোর পাশাপাশি তাদের নিরাপত্তা দেয়ার দাবি জানান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসজি