
ঢাকা: শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে যাওয়া বড় পাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নাসিক নির্বাচনের বিএনপির নির্বাচনী দলের প্রধান সমন্বয়ক গয়েশ্বর চন্দ্র রায়।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচনে যাওয়া আর ট্রাকের নিচে মাথা দেওয়া এক কথা। আত্মহত্যা মহাপাপ, তার অধীনে নির্বাচনে যাওয়া আরও বড় পাপ।”
নাসিক নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতি হয়নি, বরং রাতের আঁধারে চুরি হয়েছে। ডাকাতকে ধরা যায়, চোরকে নয়। তাই বলে সত্য, মিথ্যা হয়ে যায় না।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হওয়া সম্ভব নয়। দেশ থেকে গণতন্ত্র একেবারে হারিয়ে গেছে। ভোটের অধিকার থেকে মানুষ বঞ্চিত।”
জিল্লুর রহমান মিন্টুর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি নেতা রহমতুল্লাহ, মাহফুজ কবির প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল