
দিনাজপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই ধংসাত্মক রাজনীতি ছেড়ে বিএনপি রাষ্ট্রপতির কাছে আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার জেলার বোচাগঞ্জ থানায় পুলিশ পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কয়েক বছর ধরে টানা জ্বালাও-পোড়াও করার পর শেখ হাসিনার সাহসী ও মেধাবী নেতৃত্ব এবং অভাবনীয় উন্নয়নের রাজনীতির কাছে খালেদা জিয়ার সন্ত্রাসের রাজনীতির পরাজয় ঘটেছে।’
‘খালেদা জিয়ার আগুন সন্ত্রাসের রাজনীতি জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আত্মসমর্পনের পর এখন তার উচিত, আগুনে পুড়িয়ে মানুষ হত্যার জন্য দেশবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া’বলেন তিনি।
স্বাধীন নির্বাচন কমিশন গঠনে ‘সার্চ কমিটি’ আওয়ামী লীগের উদ্ভাবন উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের সময়েই, ২০১২ সাল থেকে স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে সব দলের সঙ্গে কথা বলে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শুরু হয়। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধীদের সংগঠন ও তাদের পরিবারের সদস্যদের নির্বাচনে অযোগ্য করার বিধান করলে আরো সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
এসময় উপজেলায় মিল মালিক গ্রুপের অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন ও এক সুধী সমাবেশে অংশ নেন তিনি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফয়জুল আলম বাবুল।
প্রতিবেদক: প্রতিবেদন, সম্পাদনা: ইয়াসিন