হিজলায় জাটকা জব্দ, ৮ জেলের কারাদণ্ড

বরিশাল : বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে ৫০ মণ জাটকাসহ আট জেলেকে আটক করেছে নৌপুলিশ। রাতভর অভিযানের পর আট জেলেদের বুধবার সকালে হিজলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতে নেয়া হলে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
নৌ পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আ. মোতালেব জানান, জাটকা রক্ষার নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা উপজেলা প্রশাসনের সহায়তায় হিজলার মেঘনায় অভিযান চালান। এসময় ৫০ মণ জাটকা জব্দ করা হয়। আটক করা হয় আট জেলেকে। এদের বাড়ি হিজলা উপজেলার বিভিন্ন এলাকায়। রাতভর অভিযানের পর আটক আট জেলেকে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্করের কাছে নেয়া হলে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।
প্রতিনিধি: আনিসুর রহমান, সম্পাদনা: জাবেদ