
নয়াদিল্লি: বাংলাদেশে হিন্দুদের উপর নতুন করে সাম্প্রদায়িক হামলার ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই বিষয়ে দেশটির উদ্বেগের বিষয়টি তুলে ধরার জন্য নির্দেশ দিয়েছেন।
সুষমা স্বরাজ রোববার এক টুইটার বার্তায় লিখেন, ‘বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা এবং কল্যাণের বিষয়ে ভারতের গভীর উদ্বেগ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর তুলে ধরার জন্য আমি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে নির্দেশ দিয়েছি।’
উল্লেখ্য, শুক্রবার(৪ নভেম্বর) ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় হিন্দুদের কয়েকটি বাড়িঘরে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এর ফলে দু’টি মন্দির ক্ষতিগ্রস্ত হয়। এর আগে ৩০ অক্টোবর ইসলাম অবমাননার প্রতিবাদের নামে একই এলাকার ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করে পুলিশ।
৩০ অক্টোবর হিন্দুদের উপর হামলার পরেও ভারত তাদের উদ্বেগ জানিয়েছিল বাংলাদেশ সরকারের কাছে।সূত্র: টাইমস অব ইন্ডিয়া
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ