
ডেস্ক: ভারতের প্রত্যেক হিন্দু দম্পতিদের ১০টি করে সন্তান নিতে আহ্বান জানিয়েছেন দেশটির এক সন্ন্যাসী বাসুদেবানন্দ সরস্বতী। তিনি বলেন, ঈশ্বরই এই সন্তানদের দেখাশুনা করবেন। খবর টাইমস অব ইন্ডিয়া
রোববার নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) আয়োজিত এক অনুষ্ঠানে বাসুদেবানন্দ এসব কথা বলেন।
বাসুদেবানন্দ সরস্বতী বলেন, ভারতে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য যে ‘দুই সন্তান নীতি’ চালু করা হয়েছিল হিন্দুদের তা এবার প্রত্যাখ্যান করার সময় এসেছে।
প্রত্যেক হিন্দু মায়ের অন্তত দশটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত বলে অভিমত প্রকাশ করে তিনি আরও বলেন, এতগুলি সন্তানের ভরণপোষণ নিয়েও বাবা-মার চিন্তা করার দরকার নেই। কারণ ঈশ্বরই তাদের পালন করবেন।
‘ধর্ম সংস্কৃতি মহাকুম্ভ’ নামে তিনদিনের ওই সম্মেলনে প্রধান উদ্দেশ্য ছিল ভারতে হিন্দু ধর্মাবলম্বীদের জনসংখ্যা কমে যাওয়া ও হিন্দু ধর্মের প্রভাব হ্রাস কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে আলোচনা করা।
তিনদিনের সম্মেলনে বিভিন্ন সময়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ, আসামের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত বা নাগপুর শহরের মেয়র প্রবীন ডাটকের মতো ভিআইপিরাও উপস্থিত ছিলেন।
গ্রন্থনা ও সম্পাদনা: প্রণব