
ঢাকা: ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের প্রতিবাদে ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল জাতিসত্ত্বার উপর গুলিবর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাব সম্মুখে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। সোমবার সন্ধায় ফয়জুল হাকিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, ইসলাম অবমাননার প্রতিবাদের নামে ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি ছিল বলে অভিযোগ ওঠে। একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের অভিযোগ, নাসিরনগরের ইউএনও মোয়াজ্জেম ও ওসি আবদুল কাদেরের উপস্থিতিতে একটি সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্য দেয়া হয়। এর পরপরই চালানো হয় এ হামলা।
এদিকে ঘটনার পর সহস্রাধিক লোককে আসামি করে দুটি মামলা হয়। গঠন করা হয় তিনটি তদন্ত কমিটি। মন্দিরসহ বাড়িঘরে হামলার পাঁচ দিনের মাথায় পুলিশি নিরাপত্তার মধ্যেই শুক্রবার ভোরে উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় সংখ্যালঘুদের বেশ কয়েকটি ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
ওই ঘটনায় প্রশাসন পর্যাপ্ত পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ ওঠে। অভিযোগের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক উত্তেজিত হয়ে ‘মালাউনের বাচ্চারা বেশি বাড়াবাড়ি করতাছে’ এমন মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।
গ্রন্থনা: সজিব ঘোষ