
চট্টগ্রাম: বহুল আলোচিত স্কুলছাত্র হিমাদ্রী মজুমদার হিমু হত্যা মামলায় পিতা পুত্রসহ পাঁচজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকালে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. নুরুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী জানিয়েছেন, সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে দণ্ডবিধির ৩০২ ধারায় অপরাধ প্রমানিত হওয়ায় বিচারক ৫ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন।
পাঁচ আসামি হচ্ছে শাহ সেলিম টিপু, মাহবুব আলী ড্যানী, শাহদাত হোসেন রাজু, জুনায়েদ আহমদ রিয়াদ ও জাহিদুর রহমান শাওন।
তাদের মধ্যে শাহ সেলিম টিপু, শাহাদাৎ হোসাইন রাজু ও মাহাবুব আলী ড্যানি বর্তমানে কারাগারে আছেন। অপর আসামি রিয়াদ শুরু থেকে এবং শাওন জামিনে গিয়ে পলাতক রয়েছে।
গত ২৮ জুলাই রায় ঘোষণার কথা থাকলেও বিচারক ছুটিতে থাকায় তারিখ পিছিয়ে ১১ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত। এরপর ১০ আগস্ট জানা যায়- পরদিন ‘ফুল কোর্ট রেফারেন্স’ থাকবে। এ কারণে ওইদিনও রায় ঘোষণা হয়নি।
রায় ঘোসণার পর নিহত হিমুর বাবা প্রবীর মজুমদার জানিয়েছেন, এই রায়ে তিনি সন্তুষ্ট, এখন এই রায় দ্রুত কার্যকর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আদালত প্রাঙ্গনে তিনি সাংবাদিকদের বলেন, এই রায় ঘোষণার পর এখন আমি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে কিছুটা শংকায় আছি, রাষ্ট্রের আইন শৃংখলা বাহিনী তৎপর থাকলে এই আশংকা কেটে যাবে।
তবে, আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জুয়েল দাশ জানিযেছেন, বিচারকের রায়ে ন্যায় বিচার প্রতিফলিত হয়নি, রায়ে আমরা মর্মাহত, নির্ধারিত সময়ের মধ্যে উচ্চাদালতে আপিল করা হবে।
মামলার নথিতে জানা যায়, নগরীর পাঁচলাইশ এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় ২০১২ সালের ২৭ এপ্রিল পাঁচলাইশ আবাসিক এলাকার ১ নম্বর সড়কের ‘ফরহাদ ম্যানশন’নামে একটি বাড়িতে হিমাদ্রী মজুমদার হিমুকে কুকুর লেলিয়ে দিয়ে নির্মমভাবে ছাদ থেকে ফেলে দেয় কয়েকজন বখাটে যুবক। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩ মে রাজধানী ঢাকার একটি হাসপাতালে মারা যান হিমু। হিমু পাঁচলাইশ আবাসিক এলাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলের ‘এ’লেভেলের শিক্ষার্থী ছিলেন।
হিমু খুনের ঘটনায় তার মামা শ্রী প্রকাশ দাশ বাদী হয়ে পাঁচলাইশ থানায় পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।২০১২ সালের ৩০ অক্টোবর পুলিশ পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। আসামিরা হলেন- জাহিদুর রহমান শাওন, জুনায়েদ আহমেদ রিয়াদ, তার বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসএন/জাই