
ঢাকা: হিরোশিমা দিবস শনিবার। ১৯৪৫ সালের এদিনে অর্থাৎ ৬ আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্তিমলগ্নে মার্কিন বাহিনী জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা হামলা চালায়। এরপর ৯ আগস্ট তাদের পারমানবিক হামলার শিকার হয় নাগাসাকি।
পারমাণবিক বোমা হামলায় প্রায় কয়েক লাখ নিরীহ, ঘুমন্ত অসহায় শিশু-নারী-পুরুষ, বেসামরিক মানুষ নিহত হন।
পৃথিবীর ইতিহাসে এটি একটি জঘন্যতম হামলা। এই হামলায় চোখের পলকে ওই স্থানদুটি মৃত্যুপুরিতে পরিণত হয়। ওই ঘটনায় কয়েক লাখ মানুষ চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।
দিবসটি উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিপ্রিয় মানুষ নানা অনুষ্ঠান আয়োজন করে। বাংলাদেশেও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করবে।
বাংলাদেশ শান্তি পরিষদ দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভার আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
পরিবেশবাদী সংগঠন গ্রিন বেল্ট ট্রাস্ট সন্ধ্যা ৬ টায় শাহবাগ চত্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী শান্তি সমাবেশের আয়োজন করেছে। অনুষ্ঠানে গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলায় নিহতের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস উড়ানোসহ বিশ্ব শান্তি রক্ষার আহবানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই