
ওয়াশিংটন: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাবেক পরিচালক মাইকেল মোরেল ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি সমর্থন জানিয়েছেন। পাশাপাশি তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার নিউইয়র্ক টাইমস পত্রিকায় এক উপসম্পাদকীয়তে তিনি লিখেন, গোয়েন্দা প্রধান হিসেবে বলতে পারি, রুশ প্রেসিডেন্ট পুতিন, ট্রাম্পকে রুশ ফেডারেশনের অনভিপ্রেত এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন।
মাইকেল মোরেল ডেমোক্রেট এবং রিপাবলিকান উভয় সরকারের অধীনে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে হিলারি ক্লিনটনকে উচ্চ যোগ্যতাসম্পন্ন প্রার্থী হিসেবে চিহ্নিত করেন।
সাবেক সিআইএ প্রধান বলেন, সর্বাধিনায়ক হিসেবে হিলারি উচ্চ যোগ্যতাসম্পন্ন। আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট হিসেবে জাতিকে নিরাপদ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব তা তিনি পালন করতে পারবেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। সূত্র: ওয়াশিংটন পোস্ট
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই