
ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রয়টার্স/ইপসস এর জরিপে বলা হয়েছে হিলারি ক্লিনটনের জয়ের সম্ভবনা ৯০ শতাংশ।
জরিপে পর্যবেক্ষণ করে রয়টার্স বলছে, নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের জয়ের সম্ভাবনা এক সপ্তাহ আগের মতোই রয়েছে। তবে মঙ্গলবার ট্রাম্পের পক্ষে পাল্লা নামা কেবল ছয়/সাতটি রাজ্যে শেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ ও স্পেনীয় বংশোদ্ভূত ভোটারদের ওপর নির্ভর করছে।
জরিপে দেখা যায়, ৪৫ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন হিলারি। যেখানে তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের পক্ষে রয়েছে ৪২ শতাংশ ভোট। নির্বাচনে জয়ের জন্য হিলারির প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট। সেখানে হিলারির ৩০৩টি ইলেকটোরাল ভোট জয়ের সম্ভাবনা রয়েছে। যেখানে ট্রাম্প জিততে পারেন মাত্র ২৩৫টি ভোট।
এছাড়া আরো বেশ কিছু জরিপে এগিয়ে আছেন হিলারি
- রয়টার্স-ইপসসের জরিপ বলছে, হিলারি ৫ শতাংশ পয়েন্ট এগিয়ে আছেন ট্রাম্পের চেয়ে।
- বিবিসির জরিপে ৪ পয়েন্ট এগিয়ে আছেন হিলারি।
- ফক্স নিউজও হিলারিকে এগিয়ে রেখেছে ৪ শতাংশ পয়েন্টে
- এবিসি-ওয়াশিংটন পোস্টের জরিপ বলছে, ৪ পয়েন্টে এগিয়ে আছেন হিলারি।
সোমবার ট্রাম্প ফ্লোরিডা, নর্থ ক্যা রোলাইনা, পেনসিলভেনিয়া, নিউ হ্যা ম্পশায়ার ঘুরে মিশিগানে গিয়ে প্রচার প্রচার শেষ করবেন।
অন্যদিকে হিলারি পেনসিলভেনিয়া, মিশিগান হয়ে নর্থ ক্যারোলাইনায় গিয়ে তার প্রচার শেষ করবেন। পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় তার পক্ষে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামা।
ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে ইমেইল করার ক্ষেত্রে হিলারি ক্লিনটন অসাবধান ছিলেন কিন্তু তাতে অপরাধমূলক কিছু পায়নি এফবিআই। তাই ভোটাররা হিলারির দিকে ঝুকবে, আর এতেই মিসেস ক্লিনটনের নির্বাচনে জেতার সম্ভাবনা উন্নতির দিকে যাচ্ছে বলে বিশ্লেষকরা বলছেন। যদিও ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করছে তার বিরুদ্ধে কারচুপি করা হচ্ছে।
গ্রন্থনা: ময়ূখ, সম্পাদনা: প্রণব