
লন্ডন: গোপন তথ্য ফাঁস করা প্রতিষ্ঠান উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, তিনি শিগগিরই হিলারি ক্লিনটনের আরও গোপন ই-মেইল ফাঁস করবেন। ব্রিটিশ কমার্শিয়াল নেটওয়ার্ক আইটিভি’তে রোববার এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য প্রকাশ করেন।
অ্যাসাঞ্জ জানান, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে সম্পৃক্ত কিছু তথ্য ফাঁস করা হবে। তিনি বলেন, অচিরেই তার অনেকগুলো ই-মেইল প্রকাশ করা হবে। তবে ঠিক কখন এবং কতগুলো ই-মেইল প্রকাশ করা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি অ্যাসাঞ্জ।
২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত হিলারি ক্লিনটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এসময় তিনি ব্যক্তিগত ই-মেইল সার্ভার থেকে শ্রেণীবদ্ধ তথ্য পাঠান এবং গ্রহণ করেন। এর ফলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফেডারেল আইন লঙ্ঘন করেছেন কি না, তা বর্তমানে এফবিআই তদন্ত করে দেখছে।
অ্যাসাঞ্জ বলেন, মার্কিন অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চ হিলারিকে অভিযুক্ত করবেন না। গত মার্চে উইকিলিকস হিলারির ৩০ হাজার ৩২২টি ই-মেইল নিয়ে অনুসন্ধানযোগ্য আর্কাইভ চালু করে। হিলারির সমালোচক অ্যাসাঞ্জ তাকে উদার যুদ্ধবাজ বাজপাখি বলে অভিহিত করেন।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জানান, এসব ই-মেইল প্রকাশ করার কারণ এটা দেখানো যে, পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকালে হিলারি কিভাবে পেন্টাগনের অনিচ্ছা সত্ত্বেও লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে চাপ প্রয়োগ করেছিলেন। সূত্র: এনডিটিভি
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/এসআই