হিলারির রানিং মেট এলিজাবেথ

ওয়াশিংটন: নভেম্বরের অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটন জানিয়েছেন, সিনেটর এলিজাবেথ ওয়ারেন তার ভাইস প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখেন।
মার্কিন দৈনিক পলিটিকো’কে দেয়া এক সাক্ষাতকারে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সরকারি কর্মচারী হিসেবে তিনি অবিশ্বাস্য। যেকোনো পদের জন্য তিনি মাত্রাতিরিক্ত যোগ্যতাসম্পন্ন।’
তিনি আরো বলেন, ‘আমি তার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কেবল প্রেসিডেণ্ট নির্বাচনে প্রচারণার জন্যই নয় বরং যেসব ইস্যু নিয়ে আমরা দুজনেই একমত সেই বিষয়েও কাজ করতে চাই ।’
ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল গ্রুপের নেতা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
নিউজনেক্সটবিডি ডটকম/এফকে/জাই