
দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুরের হিলিতে অটো ছিনতাইয়ের পর মফিজার রহমান (৬০) নামের চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে অটোরিকশাটি জব্দ করলেও পালিয়ে গেছে ঘাতক।
সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় হাকিমপুর উপজেলার জামতুলী মিশন এলাকায়।নিহত মফিজার রহমান (৬০) হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া এলাকার মৃত আজিজার রহমান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আবু সায়েম।
অফিসার ইনচার্জ আবু সায়েম বলেন, সোমবার রাতে হিলি থেকে দুইজন যাত্রী নিয়ে মনসাপুরের দিকে রওনা দেন মফিজার রহমান। পরে তারা পৌরসভার জামতুলী মিশন এলাকায় পৌঁছালে অটোতে থাকা যাত্রী দু’জন চালককে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অটোটি জব্দ করা গেলেও এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো বলেন, ৯৯৯ ফোন পেয়ে পুলিশের একটি টিম ছুরিকাঘাত অবস্থায় চালক মফিজার রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক ডা. মহসিন আলী তাকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।