
দিনাজপুর: হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের বড়চড়া ও সোনাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৪৩০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। রোববার ভোর রাত থেকে সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-বড়চড়া গ্রামের আলী মিয়ার ছেলে এরফান আলী (৩০), একই এলাকার সোবাহান আলীর ছেলে জহুরুল ইসলাম (২৬), বগুড়ার সারিয়াকান্দি উপজেলার আমতলি গ্রামের মৃত শহীদ আলীর স্ত্রী আছিয়া বেওয়া (৫৮) ও একই এলাকার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী মিছিরন বেওয়া (৬০)।
বিজিবির হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজনেক্সটবিডি ডটকম’কে জানান, ফেনসিডিলের বড় একটি চালান বড়চড়া গ্রামে মজুদ করা হচ্ছিল এমন খবর পেয়ে ভোরের দিকে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় এরফান আলী ও জহুরুল ইসলামের বাড়িতে চারশ বোতল ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়।
অন্যদিকে, বিজিবির অপর একটি দল সকালে হিলির পার্শ্ববর্তী সোনাপুর মসজিদের পাশে অভিযান চালায়। এসময় আছিয়া ও মিছিরন নামে দুই নারীর দেহ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়ায় তাদের আটক করা হয়। আটক চারজনকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এসপিকে/ওয়াইএ