হুয়াওয়ের ‘ফ্লাই টু থাই’

ঢাকা: চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের নির্মিত স্মার্টফোন কিনে বিনা খরচে থাইল্যান্ড ঘুরে আসার সুযোগ জিতে নিয়েছেন ৩০ জন সৌভাগ্যবান গ্রাহক। চলতি বছরের ১ এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে হুয়াওয়ের স্মার্টফোন কিনে বিনা খরচে থাইল্যান্ড ঘুরে আসার অফার ঘোষনা করে প্রতিষ্ঠানটি।
রোববার হুয়াওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে থাইল্যান্ড যাওয়ার প্যাকেজ তুলে দেয়া হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে স্মার্টফোন প্রেমীদের মধ্যে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে হুয়াওয়ের ‘ফ্লাই টু থাই অফার’।
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/এসজি