হেফাজতে ইসলামের আমির হাসপাতালে

চট্টগ্রাম: হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফী অসুস্থ হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার সন্ধ্যায় অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা বেশ দুর্বল। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।’
শাহ আহমদ শফী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম-এর প্রধান। সাধারণভাবে এটি হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত। এছাড়া তিনি বাংলাদেশ কাওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। ৯৬ বছর বয়সী এই আলেম বড় হুজুর নামেও পরিচিত।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস