
ডেস্ক: কলকাতার বিভিন্ন এলাকায় ছেলেমেয়েদের হাতে তুলে দেয়া হচ্ছে হেলমেট। দেশটির সরকারি অর্থায়নে হেলমেট বিলি না করলেও এর উদ্যোগ নিয়েছে বিভিন্ন বণিকসভা, তেল সংস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন।
তবে এতদিন সরকারি অর্থে সাইকেল, জুতো ও স্কুল ব্যাগ বিলি করা হলেও হেলমেট বিলির ঘটনা এই প্রথম। এরই মধ্যে কলকাতার হাওড়াতে এক হাজার হেলমেট বিলি করা হয়েছে।
পুলিশ জানান, ‘আমাদের নজর মূলত কলেজ ছাত্রছাত্রী ও যুব সম্প্রদায়ের দিকে। কারণ, মোটরসাইকেল চালানোর সময় তারাই বেশি বেপরোয়া। যাদের মোটরসাইকেল আছে অথচ হেলমেট নেই, তারাই তালিকায় নাম লিখাতে পারবেন।’
তবে এই উদ্যোগের বিপক্ষে কথা বলছেন এক দল অফিসার। তারা বলেন, শিক্ষার্থীদের সাইকেল, জুতো ও স্কুল ব্যাগ বিলির ক্ষেত্রে একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে। কিন্তু যারা ৮০-৯০ হাজার টাকা খরচ করে মোটরসাইকেল কিনতে পারেন, তাদের কেন নিখরচায় হেলমেট দেয়া হবে?
এদিকে পরিবহনমন্ত্রীর মতে, গ্রামে অনেক প্রান্তিক লোক ঋণ নিয়ে মোটরসাইকেল কেনেন। তাদের হাতে হেলমেট তুলে দেয়া সরকারের দায়বদ্ধতার মধ্যেই পড়ে। কেউ যদি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালান, আর তার হাতে যদি হেলমেট তুলে দেয়া হয় তাহলে এটি লজ্জাজনক। লজ্জাও তো শিক্ষা দেয়।’ সূত্র-এবিপি
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে/জাই