হোলি আর্টিজানের ঘটনা নিয়ে নির্মিত সিনেমা ‘ফারাজ’-এর ট্রেলার মুক্তি পেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা; বাংলাদেশের গুলশান হামলা নিয়ে বলিউডি সিনেমা ‘ফারাজ’র ট্রেইলার প্রকাশ পেয়েছে।
ফারাজ আইয়াজ হোসেন, অনন্য সাহসিকতায় যিনি পাশে দাঁড়িয়েছিলেন বন্ধুদের প্রাণ দিতে হয়েছিল যাকে হোলি আর্টিজান হামলায়। সেই হামলার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ভারতীয় চলচ্চিত্র ‘ফারাজ’।

নির্মাতাদের ঘোষণা অনুসারে, হানসাল মেহতা পরিচালিত এই চলচ্চিত্রটি সিনেমা হলে মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি।
ইতোমধ্যে ২০২২ সালের অক্টোবরে বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘ফারাজ’ চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।