হোয়াইট হাউজে ট্রাম্প

ওয়াশিংটন: প্রেসিডেন্ট ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য হোয়াইট হাউজে পৌঁছেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকাল দশটা ৩০ মিনিটে রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে ট্রাম্পের ব্যক্তিগত বিমান অবতরণ করে। এসময় তার সঙ্গে স্ত্রী মেলানিয়াও ছিলেন।
বারাক ওবামার সঙ্গে সাক্ষাত ছাড়াও ওয়াশিংটনে ট্রাম্প স্পিকার পল রায়ানের সঙ্গেও সাক্ষাত করবেন।
গত মঙ্গলবার অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। আগামি বছরের জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ৪ বছরের জন্য হোয়াইট হাউজের বাসিন্দা হবেন। সূত্র: সিএনএন
গ্রন্থনা: ফারহানা করিম, সম্পাদনা: জাহিদ