
ডেস্ক: ‘আওয়ারমাইন টিম’ নামক একটি হ্যাকার দলের শিকার হলো ফেসবুকের জনক মার্ক জুকারবার্গ। দলটি দাবি করেছে তারা জুকারবার্গের টুইটার এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখন তাদের দখলে। জুকারবার্গের লিঙ্কডইন পাসওয়ার্ড চুরির মাধ্যমে এত কিছু সম্ভব হয়েছে বলে আওয়ারমাইন টিম দাবি করলেও, ব্যাপারটি খতিয়ে দেখা হয়নি।
অজস্র লিঙ্কডইন ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, ইমেইল একাউন্ট ও পাসওয়ার্ড প্রকাশ হয়ে যাওয়ায় কর্তৃপক্ষ ব্যবহারকারীদের একাউন্ট বাতিল করে দেয়া শুরু করেছে গত মাস থেকে। চুরি হওয়া তথ্যের মধ্যে জুকারবার্গের আইডি ও পাসওয়ার্ডও ছিল বলে ধারণা করা হচ্ছে। সকল একাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহারকারীদের মধ্যে জুকারবার্গও ছিলেন এবং ‘dadada’ছিলতার পাসওয়ার্ড; এমনটাই দাবি করেছে হ্যাকার দল। অন্যদিকে,ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে জুকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অক্ষত আছে।
নিউজনেক্সটবিডিডটকম/এসকে/জাই