হ্যান্ডব্যাগের দাম আড়াই কোটি!

হংকং: বিশ্বের সবচেয়ে দামি হ্যান্ডব্যাগ হিসেবে নিলামে প্রায় আড়াই কোটি (২ কোটি ৪০ লাখ) টাকায় বিক্রি হয়েছে একটি হ্যান্ডব্যাগ।
‘হেরমেস হ্যান্ডব্যাগটি’ ধূসর রঙের কুমিরের চামড়া দিয়ে তৈরি। পাশাপাশি হ্যান্ডব্যাগটি ছিল ডায়মন্ড খচিত।
হংকংয়ে অনুষ্ঠিত নিলামে বেনামি এক ক্রেতা ২ লাখ ৯৯ হাজার ডলার বা প্রায় আড়াই কোটি টাকা দিয়ে এটি কিনে নেন।
হ্যান্ডব্যাগটির নিলাম করে হংকংয়ের ক্রিস্টি’স অকশন হাউস। নিলাম হাউজটি হ্যান্ডব্যাগটিকে ‘এক টুকরা ফ্যাশন ইতিহাস’ বলে অভিহিত করেছে। সূত্র: বিবিসি।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই