
ঢাকা: সদ্য উদ্বোধন হওয়া ‘হ্যালো সিটি’ অ্যাপের মাধ্যমে ৪৮ ঘন্টায় অর্ধ শতাধিক জঙ্গি বিষয়ক তথ্য পাওয়া গেছে। আর এসব তথ্য ইতিমধ্যে যাচাই বাচাই শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষায়িত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম।
জঙ্গি ও উগ্রবাদ, বিস্ফোরক, অস্ত্র এবং আন্তঃদেশীয় অপরাধের তথ্য জানাতে ‘হ্যালো সিটি’ অ্যাপটি তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম (সিটি) ইউনিট। রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে এটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সিটির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. সানোয়ার হোসেন জানান, ৪৮ ঘন্টায় হ্যালো সিটিতে জমা হওয়া দুইশত তথ্যের মধ্যে ৫০টির বেশি জঙ্গি বিষয়ক তথ্য পাওয়া গেছে। এদিকে, উদ্বোধনের পর থেকেই সিটির একদল চৌকশ কর্মকর্তা জমাকৃত তথ্যগুলো যাচাই-বাছাই করে গোয়েন্দা নজরদারী এবং তদন্ত শুরু করেছে।
এডিসি সানোয়ার হোসেন জানান, ‘হ্যালো সিটি’তে তথ্য দাতার পরিচয় নিঃসন্দেহে গোপন রাখা হবে। আমরা ইতিমধ্যে ‘হ্যালো সিটি’র তথ্য নিয়ে কাজ শুরু করে দিয়েছি। আমাদের বিশ্বাস দেশের মানুষকে সঙ্গে দেশ থেকে জঙ্গিবাদ/উগ্রবাদ নির্মূল করতে পারবো।’
‘হ্যালো সিটি’ অ্যাপের মাধ্যমে পরিচয় গোপন রেখেই পুলিশকে চার ক্যাটাগরির তথ্য জানাতে পারবেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে অ্যাপটির শুধু অ্যান্ড্রয়েড ভার্সন প্রকাশ করা হচ্ছে। এক সপ্তাহ পরে উইন্ডোজ ভার্সন আসবে। এই অ্যাপটির মাধ্যমে পরিচয় বা মোবাইল নম্বর উল্লেখ না করে যে কেউই দেশ বা বিদেশ থেকে অপরাধের তথ্য জানাতে পারবে।
নিউজনেক্সটবিডি ডটকম/আইকে