
ঢাকা: বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অধীনে সর্বমোট ১৫টি চিনিকল রয়েছে। এর মধ্যে ১৪টি আছে লোকসানে বাকি একটি কেরু অ্যান্ড কোং (বাংলাদেশ) লিমিটেডই মুনাফায়। সংরক্ষিত আসনের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদে এ তথ্য দিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
লোকসানের কারণ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন, আখের উৎপাদন হ্রাস পাওয়া, চিনি আহরণ হার কমে যাওয়া, রাষ্ট্রায়ত্ব ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ গ্রহণ, উৎপাদন উপকরণ ও যন্ত্রাংশের মূল্য বৃদ্ধি পাওয়া।
লোকসানি চিনিকলগুলো লাভজনক করতে বিভিন্ন চিনিকলের জন্য পাওয়ার টারবাইন, ডিজেল জেনারেটর ও বয়লার প্রতিস্থাপন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি হলে লোকসান অনেকাংশে কমে আসবে।
প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে কারখানার চিনি আহরণ হার বৃদ্ধি পাবে, অধিক চিনি উৎপাদিত হবে, চিনির গুণগতমান বৃদ্ধি পাবে এবং চিনিকলগুলোর আয় বৃদ্ধি পাবে। বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআইআর/ওয়াইএ