১০দিন আগেই ট্রেনের আগাম টিকিট

ঢাকা: ট্রেনের আগাম টিকিট এখন থেকে ১০ দিন আগে সংগ্রহ করা যাবে। এতোদিন পর্যন্ত ৫ দিন আগে আগাম টিকিট সংগ্রহ করার নিয়ম ছিলো।
বৃহস্পতিবার সকাল থেকে নতুন নিয়মে কমলাপুর রেলওয়ে স্টেশনে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে সবগুলো কাউন্টারে আগাম টিকিট বিক্রি করেছেন।
রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন জানান, বর্তমানে ট্রেন সংখ্যা ও আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১০ দিন আগে থেকেই আগাম টিকিট বিক্রি শুরু করা হয়েছে।
প্রতিবেদন: শিপন আলী সম্পাদনা: সাইফুল ইসলাম