
ম্যানিলা: সম্প্রতি ফিলিপাইনে বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক মুক্তার সন্ধান পাওয়া গেছে। ১০০ মিলিয়ন ডলার মূল্যের ৩৪ কেজি ওজনের মুক্তাটি জনগণের প্রদর্শনীর জন্য শিগগিরই উন্মুক্ত করে দেয়া হবে। এর আগে বিশ্বের সবচেয়ে বড় মুক্তার যে রেকর্ড ছিল তার চেয়ে পাঁচ গুণ বড় বর্তমানের মুক্তাটি। এটির দৈর্ঘ্য ৬৭ সেন্টিমিটার এবং প্রস্থ ৩০.৫ সেন্টিমিটার।
২০০৬ সালে ফিলিপাইনের পালাওয়ান দ্বীপে একজন জেলে বহুমূল্যের এই মুক্তাটি খুঁজে পান। কিন্তু এর মূল্য সম্পর্কে তার কোন ধারণাই ছিল না। তাই সৌভাগ্যের প্রতীক হিসেবে এতদিন জেলের বিছানার নীচে এটির ঠাঁই হয়েছিল।
কিন্তু সম্প্রতি জেলের ঘরে আগুন লেগে পুড়ে যাওয়ার ফলে তিনি স্থানীয় পর্যটন কর্মকর্তাকে মূল্যবান মুক্তাটি হস্তান্তর করেন।
ফিলিপাইনের পর্যটন কর্মকর্তা আইলিন আমুরাও বলেন, ‘ঝড়ের সময় জেলেটি নোঙর ফেললে মুক্তাটিতে তা আটকে যায়। তিনি মুক্তাটি এক দশক নিজের কাছে রেখে দেন। পরবর্তীকালে তিনি যখন এটি আমাদের কাছে নিয়ে আসেন আমরা তা দেখে বিস্মিত হয়ে যাই।’
তিনি জানান, আন্তর্জাতিক বিশেষজ্ঞ দ্বারা মুক্তাটি পরীক্ষা নিরীক্ষা করানো হবে। পালাওয়ান দ্বীপকে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার কাজে এটি ব্যবহার করা হবে।
১৯৩৪ সালে একই দ্বীপে পাওয়া ‘পার্ল অব আল্লাহ’ এতদিন বিশ্বের সবচেয়ে বড় মুক্তা ছিল। এটি ‘পার্ল অব লাও জু’ নামেও পরিচিত। এর ওজন ৬.৪ কেজি এবং মূল্য ৩৫ মিলিয়ন ডলার। সূত্র: ইয়াহু নিউজ
প্রতিবেদন: ফারহানা করিম, সম্পাদনা: সজিব ঘোষ