
রাঙামাটি: পার্বত্য ভূমি কমিশন আইনের সংশোধনী-২০১৬ এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার ঘোষণায় আবারো সাম্প্রদায়িক সংঘর্ষের দিকে ধাবিত হতে শুরু করছে পার্বত্য চট্টগ্রাম তথা পাহাড়ের বর্তমান পরিস্থিতি। ভূমি মন্ত্রণালয়ের মতামত উপেক্ষা করে এবং কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা কমিয়ে পহেলা আগস্ট সোমবার এই সংশোধনী প্রস্তাব আনা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।
সরকারি উন্নয়ন প্রকল্প, বনাঞ্চল, রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প-কারখানা, বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের জন্য অধিগ্রহণ করা জমির মধ্যে ‘জলে ভাসা’ জমি বা টিলা জাতীয় জমি তার মালিককে ফিরিয়ে দেওয়া হবে। এ বিধান যুক্ত করে ‘পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন’ সংশোধনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ভূমি মন্ত্রণালয়ের মতামত উপেক্ষা করে এবং কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা কমিয়ে এই সংশোধনী প্রস্তাব আনা হয়েছে বলে জানা গেছে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রে।
এদিকে সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে মন্ত্রিসভার বৈঠকের পরপরই নিজেদের অস্থিত্ব রক্ষার দাবিতে হরতালসহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাঙালি সবগুলো সংগঠনের নেতৃবৃন্দ। ইতোমধ্যে আগামী ১০ আগস্ট পার্বত্য চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণাও দিয়েছে ৫টি বাঙালি সংগঠন।
অন্যদিকে বুধবার থেকেই পার্বত্য জেলাগুলোতে অব্যাহতভাবে কর্মসূচি পালন করে আসছে বাঙালি সংগঠনগুলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবারও রাজধানী ঢাকাসহ পার্বত্য জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ি সদরেও মানববন্ধন-বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বাঙালি সংগঠনগুলোর নেতাকর্মীরা।
নিউজনেক্সটবিডি ডটকম/প্রতিনিধি/এমএস/এসআই