
ঢাকা: বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ২০১৬-২০১৭ ও ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ১১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে সতর্ক থাকতে বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন(ইউজিসি)।
ইউজিসি জানায়, ওই বিশ্ববিদ্যালয়গুলোর নানা অনিয়মের তথ্য ইউজিসির কাছে রয়েছে। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম সম্পর্কে আরো অনুসন্ধান চলছে।
মঞ্জুরি কমিশনের গণবিজ্ঞপ্তিতে ওই ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নামও উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে- ইবাইস, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, কুইন্স ইউনিভার্সিটি, বিজিসি ট্রাস্ট, সাউদার্ন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগাং, প্রাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, আন্তর্জাতিক ইসলামি ইউনিভার্সিটি চট্টগ্রাম, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রিটানিয়া ইউনিভার্সিটি ও দারুল ইহসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই ১১টি বেসরকারি আউটার ক্যাম্পাসসহ নানা অনিয়মের সঙ্গে যুক্ত বলে আমাদের কাছে প্রমাণ আছে। এসব জানার পরও এসব প্রতিষ্ঠানে যারা ভর্তি হবে তার দায়-দায়িত্ব ইউজিসি বা শিক্ষামন্ত্রণালয় নেবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়ম সম্পর্কে আরো অনুসন্ধান চলছে।’
ভর্তির আগে আরো বিস্তারিত তথ্য জানতে ইউজিসির ওয়েবসাইট কিংবা সরাসরি গিয়ে পরামর্শ নেয়ার কথা জানিয়েছেন ইউজিসির বেসরকারি শাখার উপ-পরিচালক জেসমিন পারভীন। এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পর এই সতর্কতামূলক বার্তা দেয় ইউজিসি।
প্রতিবেদন- ময়ূখ ইসলাম, সম্পাদনা- জাহিদুল ইসলাম