
ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী ম্যাচে প্রথমে ব্যাট করে ১৬১ রান সংগ্রহ করেছিল চিটাগাং ভাইকিংস। সেই দলটিই একই ভেন্যুতে বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে করেছে মাত্র ১২৪ রান। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করলেও আজ নির্ধারীত ২০ ওভারও খেলতে পারেনি তারা। দুই বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে। দলের তিনজন ব্যাটসম্যান আজ রান আউটের শিকার হয়েছেন।
আজও টস হেরেছে তারা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এ ম্যাচে রংপুর রাইডার্সের সাথে টস হেরে ব্যাট করতে নামে তামিম ইকবালবাহিনী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিরুদ্ধে হাফসেঞ্চুরি (৫৪) করা অধিনায়ক তামিমের ব্যাট আজ আর জ্বলে উঠতে পারেনি। দলের পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক দলের হয়ে সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন। অথচ তিনি গতকাল দলকে উপহার দিয়েছিলেন ৪২ রানের ঝড়ো ইনিংস।
দলীয় স্কোর বোর্ডে আজ ২১ রান জমা করতেই দুই ওপেনার ডুয়াইন স্মিথ (১০) ও তামিম ইকবালের (১১) উইকেট হারিয়ে কিছুটা চাপের মুখে পড়ে যায় বন্দর নগরীর দলটি। সোহাগ গাজীর শিকার দু’জনই। তৃতীয় উইকেট জুঁটিতে এনামুল হক বিজয় ও শোয়েব মালিক কিছুটা ধরে খেলার চেষ্টা করেন। আরাফাত সানি-মহিদ আফ্রিদিদের দেখে-শুনে খেলছিলেন। উইকেটে কিছুটা সেট হওয়ার পর এনামুলের ব্যাট সবে মাত্র আক্রমনাত্মক হয়ে উঠেছিল।
এরই মধ্যে চিটাগাং শিবিরে আবারো আঘাত হানে রংপুর। এবার রান আউটের শিকার ১৬ বলে ২৫ রান করা এনামুল। দলীয় রান তখন ৬৯। অষ্টম ওভারের খেলা চলছিল। তখনও রান ১৫০ ছাড়ানোর সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ করেই যেনো ছন্দ পতন ঘটে তামিম শিবিরে। মিডল অর্ডারের ব্যাটসম্যানরা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। স্কোর বোর্ডে ২৪ রান জমা করতেই জহুরুল ইসলাম (৩), মোহাম্মদ নবী (৫), শোয়েব মালিকের (৩০) উইকেট হারিয়ে সম্মানজনক স্কোরের স্বপ্নটা চূড়মার হয়ে যায় চিটাগাং ভাইকিংসের। পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক ৩২ বলের খরচায় এক ছক্কায় নিজের ইনিংস সাজান।
এরপর বলার মতো রান করতে পারেননি টেল এন্ডার ব্যাটসম্যানরা। ইনিংসে ধুঁকতে থাকা তামিমবাহিনী দুই বল বাকি থাকতেই সবগুলো উইকেট হারিয়ে ১২৪ রান জমা করে স্কোর বোর্ডে। রংপুরের হয়ে সোহাগ গাজী ও গ্লেসন দুটি করে উইকেট নিয়েছেন।
প্রতিবেদক: কবির, সম্পাদনা: জাহিদ