
ঢাকা: অভিষেকের পর টানা দুই ম্যাচে ১৮ উইকেট রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান বোলার জন জেমস ফ্যারিস। ১২৯ বছর ধরে এ রেকর্ডটি একাই উপভোগ করে আসছিলেন এ অজি বোলার। অবশেষে তার সেই বিশ্বরেকর্ড ভাঙলেন বাংলাদেশি তরুন স্পিনার মেহেদী হাসান মিরাজ। জেমস ফ্যারিস নিজের রেকর্ডটি করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধেই। ১৮ উইকেট নিয়েছিলেন। একই দলের বিরুদ্ধে ১৯ উইকেট নিয়েই সেই রেকর্ডে নিজের করে নিলেন এ তরুন তুর্কী। তার নামের পাশে জ্বল জ্বল করছে নতুন এ রেকর্ডটি।
অনূর্ধ্ব-১৯ দলের এ অধিনায়ক গত বিশ্বকাপে তার ব্যাটিং ও বোলিং ক্যারিশমা দেখিয়েছিলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজের আগে হঠাৎ করেই টেস্ট স্কোয়াডে ডাক পড়ে যায় মিরাজের। কেউ হয়তো তখন কল্পনাও করেননি খুলনার এ ক্রিকেটারই এতো বড় একটি রেকর্ডের মালিক বনে যাবেন। বোকা বানাবেন বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের। দলের জয়ে রাখবেন অসামান্য অবদান।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টেই নিজের জাত চিনিয়েছিলেন মিরাজ। অভিষেকেই বাজিমাত করেন ১৯ বছর বয়সী এ স্পিনার। প্রথম ইনিংসেই তুলে নেন ৬ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন এক উইকেট। ঢাকায় এসে নিজের ম্যাজিক অব্যাহত রাখেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ইনিংসে আবারো তুলে নেন ৬ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে মিরাজের ঘূর্ণী বলে ইংল্যান্ডের ৬ ব্যাটসম্যান ফিরেছেন সাজঘরে।
দলের জয়ে অসামান্য অবদান রাখার পাশাপাশি করেছেন নতুন রেকর্ড। রোববার ইংলিশরা জয়ের জন্য ২৭৩ রানের লক্ষ্যে মাঠে নেমেছিল। সে লক্ষ্যটা মামুলি বানিয়ে ফেলেছিলেন দুই ওপেনার কুক ও ডাকেট। ওপেনিং জুঁটিতেই শতরান জমা করেন। বাংলাদেশ যখন সহজেই ম্যাচ হারের মুখে, ঠিক তখনি জ্বলে উঠেন মিরাজ। একে একে বিদায় করেন ডাকেট, ব্যালেন্স, মঈন আলী, কুকদের মতো ব্যাটসম্যানদের। তার সঙ্গে এদিন জ্বলে উঠেন সাকিব আল হাসানও।
প্রতিবেদক: কবিরুল ইসলাম, সম্পাদনা: জাহিদ