
গাজীপুর: ১২ ঘন্টা পর গাজীপুর কালিয়াকৈরের চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মন্ডল গ্রুপের ট্রপিক্যাল নিটেক্স পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শনিবার দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।
শুক্রবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে ওই কারখানার পাঁচতলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ওই কারখানার ৩ তলায় সুতার গুদামে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি, জয়দেবপুর ১টি, ইপিজেড ৩টি, টঙ্গী ৩টি, মির্জাপুর ২টি ও ঢাকা ২টি মোট ১৩টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ৫ ঘণ্টা চেষ্টার পর শনিবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সাভিসের কর্মীরা। কয়েক ঘণ্টা পর আগুন ফের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান আকন্দ জানান, ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের কর্মীদের চেষ্টায় দুপুর ১ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি জানান, ‘আগুনে ওই কারখানার তুলা, সুতা মেশিনপত্র, আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমান ও আগুনের সূত্রপাত জানা যায়নি।’
প্রতিবেদন ও সম্পাদনা: ইয়াসিন
আরো পড়ুন