
নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ নিজস্ব আয় থেকে ১২ মাস বেতন দিতে না পারলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের পরিষদ ভেঙে দেওয়ার প্রস্তাব করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, সিটি করপোরেশন ও পৌরসভা তাদের নিজস্ব আইন অনুযায়ী চলে এবং নিজেদের আয়ে পরিচালিত হবে, এমনটাই আইনে বলা আছে। এ সময় মানুষ ট্যাক্স দিতে পারেন না, এটা বিশ্বাসযোগ্য নয়। তবে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয়ের উৎস তৈরির জন্য সরকারের পক্ষ থেকে সহায়তা করার আশ্বাসও দেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করতে হলে স্থানীয় সরকার অর্থাৎ সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ জনপ্রতিনিধিদের শক্তিশালী করলে হবে না, জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। কেউ জবাবদিহিতার বাইরে নয়।