
ডেস্ক: কৃষি সম্প্রসারণ অধিদফতরে ১ হাজার ৪৭৯ জন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নেওয়া হবে। সম্প্রতি অধিদফতরের ওয়েবসাইট ও বিভিন্ন পত্রিকায় এই নিয়োগসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার অধিবাসীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন না। ইতোমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত।
যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না
মানিকগঞ্জ, শেরপুর, নাটোর, বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, মেহেরপুর, নড়াইল, ঝালকাঠি, পিরোজপুর, ফরিদপুর ও রাজবাড়ী জেলায় শূন্য পদ না থাকায় এসব জেলার প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারবে না। তবে এতিমখানা নিবাসী ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা
এ পদে যারা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত ইনস্টিটিউট থেকে কৃষি বিজ্ঞানে চার বছর মেয়াদি ডিপ্লোমায় উত্তীর্ণ হয়েছে সেসব প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীদের বয়স ৩১ মে ২০১৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। আর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://dae. teletalk.com.bd অথবা কৃষি সম্প্রসারণ অধিদফতরের ওয়েবসাইট www.dae.gov.bd এর মাধ্যমে বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত নির্ধারিত আবেদনপত্র পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। উল্লিখিত ওয়েবসাইট ওপেন করলে ‘উপ-সহকারী কৃষি কর্মকর্তা’ পদে নিয়োগ ২০১৬ এর বিজ্ঞপ্তি পাওয়া যাবে।
নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৭০ নম্বরে। আর মৌখিক পরীক্ষা নেওয়া হবে ৩০ নম্বরে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে প্রার্থীকে অবশ্যই ৩৫ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার তারিখ ও স্থান অধিদফতরের ওয়েবসাইট অথবা প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
বেতন
চূড়ান্তভাবে নির্বাচিত একজন উপ-সহকারী কৃষি কর্মকর্তা ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা স্কেলে বেতন পাবেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে/ওয়াইএ