
ঢাকা: কেন্দ্রীয় ১৪ দল ঘোষিত সকল কর্মসূচিতে অংশ গ্রহণ করবে বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স (বিএনএ) জোট বলে জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘১৪ দলের লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া। এ জন্য আমরা ধারাবাহিক পরিকল্পনা বাস্তবায়ন করছি। দেশে সাম্প্রদায়িক গুপ্ত হত্যার প্রতিবাদে জাতীয় জোটের নেতৃতৃন্দ এসেছেন। এ জন্য নাজমুল হুদাকে ধন্যবাদ। তাদের সঙ্গে আজ যে মতবিনিময় শুরু হলো এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। পাশাপাশি অন্যান্য অসাম্প্রদায়িক দলগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করবে ১৪ দল।’
তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের টার্গেট কিলিংয়ের শিকার হচ্ছেন দেশের সাধারণ মানুষ। তারা উস্কানী দিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। প্রধানমন্ত্রীর দেশের সকল গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক মানুষকে এসব সন্ত্রাস ও ষড়যন্ত্র মোকাবেলায় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।’
প্রধানমন্তীর এই আহবানে সাড়া দিয়ে নাজমুল হুদা কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের সকল কর্মসূচিতে সংহতি প্রকাশ করবেন এবং ১৯ তারিখের মানবন্ধন কর্মসূচিতে তারা অংশ গ্রহণ করবে বলেও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ব্যারিষ্টার নাজমুল হুদা বলেন, ‘কেন্দ্রীয় ১৪ দলে যোগ দিচ্ছি না। তবে চলমান সন্ত্রাস-গুপ্ত হত্যা, নৈরাজ্য বিরোধী ঘোষিত কর্মসূচিতে আমাদের অংশগ্রহণ থাকবে।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মণি ও এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহা উদ্দিন নাছিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাতীয় পার্টি জেপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, কমিউন্টিকেন্দ্রের আহবায়ক ড. অসীত বরণ রায়, গণতন্ত্রি পার্টির নেতা অধ্যাপক ডা. শহিদুল্লাহ শিকদার উপস্থিত ছিলেন।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি/ওয়াইএ