
ঢাকা: দেশব্যাপী গুপ্তহত্যার প্রতিবাদে আগামী ১৫ জুলাই থেকে ২১ জুলাই গণপ্রতিরোধ সপ্তাহ পালন করবে কেন্দ্রীয় ১৪ দল।
রোববার বিকালে গুলিস্তানের বঙ্গবন্ধু স্টেডিয়ামের সামনে গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গিবাদের প্রতিবাদে ১৪ দলের মানববন্ধনে এ কর্মসূচি ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী ও সংগঠনের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
নাসিম বলেন, গণপ্রতিরোধ সপ্তাহে আমরা গ্রাম থেকে গ্রাম ও পাড়া মহল্লায় গিয়ে গুপ্তহত্যা-সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি করবো। দেশবাসীকে সঙ্গে নিয়ে জনপ্রতিরোধ গড়ে তুলবো।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার, জাতীয় পার্টি জেপির শেখ শহীদুল ইসলাম, জাসদ (ইনু)র শিরিন আক্তার, আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় ১৪ দলের নুরুর রহমান সেলিম, ডা. শহিদুল্লাহ সিকদার, ডা. শাহাদাৎ হোসেন, এসকে সিকদার, রেজাউর রশিদ, অসীত বরণ রায়, মহানগর আওয়ামী লীগের আবুল হাসনাত, হেদায়েতুল ইসলাম স্বপন, ছাত্রলীগের জাকির হোসাইন ও রিয়াজ উদ্দিন রিয়াজ প্রমুখ।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/জাই