১৫০ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেফতার

ঢাকা: রাজধানীর দোয়েল চত্বরে শিশু একাডেমির সামনে থেকে ১৫০ রাউন্ড গুলিসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান নিউজনেক্সটবিডি ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, বুধবার শাহবাগ থানা এলাকার শিশু একাডেমীর সামনে অভিযান চালিয়ে ১৫০ রাউন্ড পিস্তলের গুলিসহ কে এম ইমতিয়াজ মামুন, মোঃ জনি ইসলাম ও মোঃ সাইদ আলম নামে তিন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
ডিসি মাসুদ জানান, কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/পিএসএস/এমএস/ওয়াইএ