
ঢাকা: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউ শোরলাইন অ্যাম্ফিথিয়েটারে গত ১৮ থেকে ২০ মে অনুষ্ঠিত হয়েছে প্রযুক্তি দুনিয়ার সবচেয়ে বড় সম্মেলন গুগল আইও। সেই আলোকে বাংলাদেশের জন্য ‘গুগল আইও এক্সটেন্ড বাংলাদেশ’ আয়োজন করেছে গুগল ডেভেলপার গ্রুপ বাংলা(জিডিজি বাংলা)।
আগামী ১৭ জুন কারওয়ান বাজারের টিসিবি ভবন অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান চলবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। এই আয়োজনের মধ্যে রয়েছে সেমিনার, অতিথিদের বক্তব্য এবং ছোট একটি ওয়ার্কশপ। অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে ‘গুগল আইও কিনোট’ যেখানে গুগলের নতুন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশান ডেভেলপার তাদের নিজ নিজ উদ্ভাবনের গল্প উপস্থাপন করবেন। এছাড়াও থাকবে আরো চমৎকার সব আয়োজন।
অনুষ্ঠানে অংশগ্রহন করতে রেজিস্ট্রেশন করুন-http://event.gdgbangla.com/show_event.php?idNo=5
ফেসবুকে আপডেট জানতে ভিজিট করুন-https://www.facebook.com/events/1114577418585458/
নিউজনেক্সটবিডি ডটকম/আরকে/জাই