
সিরাজগঞ্জ: এক হাজার ৮৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিরাজগঞ্জ র্যাব-১২।
শুক্রবার বেলা ২টার দিকে সিরাজগঞ্জ-বগুড়ার সীমান্ত এলাকার রানীরহাট-ভবানীপুর সড়কের চান্দাইকোন সীমাবাড়ী এলাকায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন: বগুড়া জেলার আদমদিঘী থানার বরিয়াবাত্তা হিন্দুপাড়া গ্রামের আরমান মিস্ত্রির ছেলে আরিফুল ইসলাম (২৭) ও নওগাঁ জেলার রানীনগর থানার ভেটিগ্রাম এলাকার সারোয়ার হোসেনের ছেলে মাসুদ রানা (২২)।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ হাসিবুল আলম সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের সীমাবাড়ী এলাকার একটি চাতালের কাছে অভিযান চালানো হয়।
এ সময় ওই প্রাইভেটকারটিকে আটক করে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা। এসময় প্রাইভেট কারসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা।
শরীফ আহমদ ইন্না (সিরাজগঞ্জ), সম্পাদনা: জাহিদ