
কুয়েত সিটি: মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ১৯ বছর ধরে অবৈধভাবে অবস্থানকারী এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আরবি ভাষার পত্রিকা আল ওয়াতান এক প্রতিবেদনে জানিয়েছে, অবৈধ বিদেশিদের ধরতে সন্দেহভাজন বিভিন্ন বাসায় রেইড বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এশিয়ার বিভিন্ন দেশের সন্দেহভাজন অবৈধদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চালানো হয়। কুয়েত সিটিসহ বিভিন্ন এলাকায় রেইড বসিয়ে অবৈধ বিদেশি রয়েছেন কি না তা খতিয়ে দেখা হয়।
এতে ১৯ বছর ধরে অবৈধ ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয় বলে জানিয়ছে পত্রিকাটি। তবে অবৈধ ওই বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। অভিযানে দেখা গেছে তিনি ১৯ বছর ধরে বৈধ কোন নথিপত্র ছাড়াই তেল সমৃদ্ধ দেশ কুয়েতে অবস্থান করছেন।
কুয়েতে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পর স্বল্প কিছু সময়ের জন্য জেল দেয়া হয়। তারপর নিজেদের দেশে পাঠিয়ে দেয়া হয় অবৈধভাবে বসবাস করা বিদেশিদেরকে। সূত্র: আমিরাত২৪।
নিউজনেক্সটবিডি ডটকম/এসআই