
ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পর্যায়ে প্রায় ১ কোটি ১৭ লাখ শিক্ষার্থী প্রতিবছর বৃত্তি পাচ্ছেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আইএমএলআই) মিলনায়তনে ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ বিতরণকালে মন্ত্রী বলেন, ১.১৭ কোটি ছাত্র-ছাত্রীর বৃত্তি সুবিধা প্রদানে সরকার প্রতিবছর প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় করছে।
অন্যান্যের মধ্যে শিক্ষা সচিব সোহরাব হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আমীন।
নাহিদ বলেন, ২০১৪-২০১৫ অর্থবছরে ডিগ্রি ও সমমানের ২ লাখ ৯ হাজার ৩১৬ শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত করা হয়েছে। এতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের ১, ১৪ কোটি ৩ লাখ ৫৫ হাজার ৯২০ টাকা ব্যয় করা হচ্ছে।
তিনি বলেন, বৃত্তিপ্রাপ্তদের মধ্যে মোট ১ লাখ ৭০ হাজার ৪৪৩ জন ছাত্রী এবং ৩৮ হাজার ৮৭৩ জন ছাত্র।
নাহিদ বলেন, শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলের অধীনে ২০১২-২০১৩ অর্থবছরে দেশে নারী শিক্ষার উন্নয়নে ১ লাখ ২৯ হাজার ৮১০ ছাত্রীকে বৃত্তি দেয়া হয়।
নারী শিক্ষার প্রসারে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করায় দেশের নারী শিক্ষায় উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে।
নিউজনেক্সটবিডি ডটকম/জাই