
আন্তর্জাতিক ডেস্ক: ‘আমার সৌন্দর্যের অন্যতম অংশ হচ্ছে আমার ধন-সম্পত্তি’ একটা সময় ছিলো যখন ডোনাল্ড ট্রাম্পের মুখে এই কথাটি প্রায়ই শোনা যেতো। কিন্তু ফোর্বস ম্যাগাজিনের সূত্র অনুযায়ী গত এক বছরে ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি কমেছে প্রায় ৮০০ মিলিয়ন ইউ এস ডলার। এতে তার মোট সম্পত্তির অর্থমূল্য দাঁড়িয়েছে ৯.৭ বিলিয়ন ইউ এস ডলার। প্রকাশনা সংস্থাটি দাবী করেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে নিউ ইয়র্কের বাজারে শিথিলতা অবলম্বন করার কারনেই এই সম্পত্তি হ্রাস ঘটেছে।
ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প তার লেখা বই ‘মিডাস টাচ’ এ লিখেছিলেন, ‘এ দেশটির জন্য হোয়াইট হাউসে একজন প্রধাণ চুক্তিকারী প্রয়োজন।’
সোমবার হিলারি ক্লিনটনের সাথে বিতর্কেও তিনি তার সম্পত্তির কথা উল্লেখ করে বলেন, ‘আমার আয়ের অংক অভুতপূর্ব। টাকা সক্রান্ত জ্ঞান রয়েছে এমন কারো দ্বারা দেশ পরিচালিত হওয়া এখন শুধুই সময়ের ব্যাপার।’
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ট্রাম্পের মালিকানাধীন স্থাপনাগুলোর দাম কমছেই, ব্যতিক্রম শুধু স্যান ফ্রান্সিস্কোর দ্বিতীয় সর্বোচ্চ দালান; শুধুমাত্র এটির দামই গত বছরের চেয়ে বেড়েছে।
এছাড়াও, নির্বাচনী প্রচারণার জন্য ট্রাম মোট ৫০ মিলিয়ন ডলার খরচ করেছেন। এনবিসি ইউনিভার্সাল, ইউনিভিশন, মেইসি’স ইত্যাদি প্রতিষ্ঠানের সাথে তার চুক্তি ভঙ্গ হওয়ার কারনেও মোটামুটি ১০০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে এই প্রেসিডেন্ট পদপ্রার্থীর।
গ্রন্থনা- এস. কে. সিদ্দিকী