২০০ কোটির ঘরে ‘জঙ্গল বুক’

ডেস্ক: কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘জঙ্গল বুক’। বক্স-অফিসে এখন পর্যন্ত এই ছবির কালেকশন ১৮০ কোটি টাকা। মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি ছবিটি দু’শো কোটির ঘরে ঢুকতে চলেছে।
‘জঙ্গল বুক’ই প্রথম হলিউডি ছবি যা ভারতে ২০০ কোটি টাকা ব্যবসা করল।
বাঘিরা, ভালু, শের খান, আকিলা, তাবাকিকে সঙ্গে নিয়ে রূপালি পর্দা জয় করে নিল মোগলি। ইংরেজ লেখক রুডিয়ার্ড কিপলিঙের ‘দ্য জঙ্গল বুক’-এর সৌজন্যে অ্যানিমেশনে এত দিন দর্শকদের মাতিয়ে রেখেছিল মোগলি ও তার বন্ধুরা। এখন সেটা বড় পর্দায়। আর সেই কাহিনী বড় পর্দায় নিয়ে আরো একবার ফিরে যাওয়া ছেলে বেলায়।
নিউজনেক্সটবিডি ডটকম/এমএইচ/জাই